শোক

- এস এন রাজ



বইগুলো না হারালে কলম হারানোর শোকটা ভুলতে পারতাম না।

স্কুলটা না হারালে বইগুলো হারানোর শোক ভুলতে পারতাম না।

একটার শোক হারানোর জন্য আরেকটা হারানো খুবই জরুরী।দেখলাম আমাকে না হারানো পর্যন্ত এ শোকের অবসান নেই।