মহামায়া (১)
- কাকলি চক্রবর্তী
নদী বক্ষে ভেসে যায় প্রতিমা।
মায়ের মুখ যেন ভারী করুন বলে মনে হয়।
চোখ দুটি তখনো তাকিয়ে থাকে,
কে জানে কিসের প্রতিক্ষায়।
কাঠামো ভাসে নদে।
একটা ভয়নক বিষণ্ণতা গ্রাস করে ধীরে ধীরে।
আবার একটি বছরের প্রতিক্ষায়,
মা আসবেন।
এই একটি বছরে বদলে যাবে অনেক কিছু।
যেমন বদলে গেছে এতো গুলো বছরে।
সেই পূজো, সেই পরিবেস,
আর নেই।
সেই সবুজ ঘাসে ভেজা শিশির সিক্ত মাঠ,
পেঁজা তুলোর মতো তুষার শুভ্র মেঘ,
সেই শিউলি, স্থল পদ্মের গাছগুলি আর নেই।
গাছের তলায় পরে থাকতো কত ফুল।
কি সুন্দর গন্ধ ছড়াতো রাতে।
স্থল পদ্মের ভারে লুটিয়ে পরতো ডাল।
সর্বত্র যেন একটি কথাই শোনা যেত,
'মা আসছেন '।
খুব অল্পেই খুশি হওয়া মন,
আজ আর খুঁজে পাওয়া যায় না।
অতিরিক্ত আড়ম্বর আর রেশারেশি।
অর্থ আর ক্ষমতার দম্ভ চারিদিকের জন আলোড়নের মধ্যেও সৃষ্টি করে এক অপার শূন্যতা।
মাত্রাতিরিক্ত আড়ম্বরের নিচে চাপা পরে যায় ভক্তি,
প্রেম, অ কৃত্রিম ভালোবাসা।
ক্রমশঃ

0 Comments