'ফক্ষপাতের ফরতিবাদ'
।।সুমন বিশ্বাস।।
আজ বড়ো আশাহত, ভেঙে গেছে মন,
সান্ত্বনা কিছু নাই; ঝরছে নয়ন।
যারা গবেষণা করে, এমন অসার,
শুনে, বুঝে কই মনে— বদ, দুরাচার।
আমাদের বুদ্ধির, করেনি যাচাই,
'বিগগানি, বিষে-শোক'; হয়নি বাছাই।
প্রসাধনী, ঔষধ, খাদ্যে ভেজাল,
সাধ্য কি সাদা চোখে— ধরবে সে হাল!
সুদ, ঘুস, দুর্নীতি, করা কি সহজ?
মাদক, পাচার, খুন— সনজুড়ে রোজ।
সালাম, মলমদল, ধর্ম, বিকাশ,
বড়ো ঠক বাছা দায়; কঠিন নিকাশ!
ভিক্ষুক সেজে নেয়, সরকারি ভাতা,
গরিবের বোঝা বাড়ে; থাকে ছেড়া কাঁথা।
দরকারে আব্বার, নাম বদলায়,
পেটে খিদে মেটে; তবু চোখ শুধু চায়।
অপরের সন্তান, দেখিয়ে নিজের,
শিক্ষাভাতার টাকা— ঠিক করে বের।
বিদেশে বসত করে, এখানে বেতন,
ফের ধর্মের তলে— উড়ায় কেতন।
গদি, কড়ি, বাহুবলে, ভাব, বাহাদুরি,
পৃথিবীর কোন দেশে— মিলবে সে জুড়ি?
ধর্মের ডামাডোল, সতত জবর,
ভাংচুর করে দেয়— পুজোর খবর।
নাম ফুটানোর দায়, কেউ গড়ে চিতা,
অবৈধ আয়ে হয়— ভেড়াদের পিতা।
দলাদলি কোরে তারা, ধর্ম শেখায়,
বিদেশ বানিয়ে বাড়ি— দেশপ্রেমে ধায়!
অন্যের পরকাল, ভাবনাতে নিয়ে,
এমন চাপায় কারা— বলো যেচে গিয়ে?
ধর্ম বয়ান বেচে, অর্থ কামাই,
এমন ভণ্ড বলো— জাপানে কি পাই?
গুজবে গজব আনে, বুদ্ধির জোরে,
প্রতিদিন ধর্ষণ— নর-নারী ধোরে।
যৌনযন্ত্রনায়, পরদোষ খুঁজে,
পোশাকে 'সিডুস' হওয়া; কবে নেবে বুঝে?
নারীরা তেঁতুল, কলা, দেখে লালা ঝরে,
এ তত্ত্ব আমাদের, ভুবনের পরে।
বিজ্ঞান সন্ধানে, যেই খুঁজে পায়,
কয়, বহু আগে আছে— কিতাবের গায়।
মোটে যদি শিখে যেত, টাকা জাল করা,
এইভাবে আমরা কি— পড়ে যাই ধরা?
এর বেশি আইকিউ, কার বেশি ভবে?
বিচারে আমরা কেন— দেড়শোয় তবে?
মানি না এ জোচ্চুরি, মানি না এ ফল,
নাশ হোক বজ্জাত— বিশেষক দল!
**বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণায় ১৯৯টি দেশের মধ্যে জাপান সেরা, আমরা ১৫০তম।

0 Comments