মন পাখি

- শিল্পী বিশ্বাস



থমকে যাওয়া জীবনে

একখান মন পাখি বন্দি হয়।

পাখির রঙখান  কিন্তু বেজায় রাঙা।

দিনে রাতে সে পাখি বুনো হাওয়ায় ঝড় ওঠায়।

বুকের ভেতর  জমে থাকা

বদ্ধ জলে শেওলা জমে।

একলা আকাশ, মাঝখানে ধূ ধূ মরুর ছায়ায় মরীচিকা হীন

মন পাখি পথ হারায়,

থমকে যাওয়া জীবনটা

কেমন করে বদলে যায়।


 ভিজে মেঘের আঁধারে 

লুকানো পঞ্চমীর চাঁদের 

কাছে মন পাখি তার রঙ

হারায়।

টকটকা রাঙা রঙটা 

তার ফিকে হয়।

অস্ফুট  আলোয় 

অসমাপ্ত শব্দগুলো

বেদনার সুর হয়ে

মধুর চেয়েও মিষ্টি হয়ে

মন পাখিরে তারিয়ে বেড়ায়।