অণু কাব্য (১৬)

- তানবীর আহমেদ 



ভ্রম ধরেছে চোখের মাঝে, নিয়ন আলোয় বেশ 

আজকে আমার মন ভালো নেই, মন খারাপের দেশ!

প্রহরগুলো কেমন যেনো, নেইকো চাঁদের আলো!

আজকে ছাড়ো, কালকে নাহয় বাসবো তোমায় ভালো।