প্রতুল প্রাপ্তি
।।সুমন বিশ্বাস।।
এ আমার পরম পাওয়া
চরম চাওয়া
নরম মনে ছিলোই আগে,
এ যে তার সুখের হাওয়া
দুখের দাওয়া
বুকের শান্তি ফুলের বাগে।
এ আমোদ দলে নাওয়া
বলে বাওয়া
জলে ভরা বিলের টানে,
এ যে বোধ ছাড়িয়ে যাওয়া
বাড়িয়ে গাওয়া
নাড়িয়ে দেওয়া সুরের গানে।
প্রতুল প্রাপ্তি
।।সুমন বিশ্বাস।।
এ আমার পরম পাওয়া
চরম চাওয়া
নরম মনে ছিলোই আগে,
এ যে তার সুখের হাওয়া
দুখের দাওয়া
বুকের শান্তি ফুলের বাগে।
এ আমোদ দলে নাওয়া
বলে বাওয়া
জলে ভরা বিলের টানে,
এ যে বোধ ছাড়িয়ে যাওয়া
বাড়িয়ে গাওয়া
নাড়িয়ে দেওয়া সুরের গানে।
0 Comments