তবু ভালো থেকো

 তবু ভালো থেকো

- কাকলি চক্রবর্তী 



জানি আর আমাদের দেখা হবে না,

কথা হবেনা,

আর এক সাথে পাশাপাশি হবেনা পথ চলা।

আমাদের পথ হয়ে গেছে ভিন্ন ,

আমরা যেন হয়েছি ভিটেহারা।

জানি সব কাজ এখনো হয়নি সারা,

সব গল্প অ সংক্ষিপ্ত রয়ে গেছে,

কিছু প্রশ্ন মাঝ পথে দিশেহারা,

উত্তর খোঁজা হয়নি যে সারা বেলা।

জানি সবাই বলবে,

ভুলে যেতে হবে সব।

ভুলে যাওয়া যে খুবই সহজ কাজ।

একদিন সব ক্ষতই শুকিয়ে যায়,

একদিন সব যন্ত্রনা হয় শেষ।

জানি আর আমরা কেউ যে কারোর নই,

আমাদের মাঝে নেই আর কোনো বন্ধন,

তবু ভালো থেকো তুমি,

ভালো থেকো তুমি অচিন দেশের পাখি।।

Post a Comment

0 Comments