কাঁটা
- কাকলি চক্রবর্তী
ঘুন ধরা,
হলুদ হয়ে যাওয়া,
খাতার পাতার ভাঁজে,
এখনো অবশিষ্ট,
শুকনো রক্ত গোলাপের
একটি কাঁটা।
গোলাপ টি শুকিয়ে গেলেও,
কাঁটা টি একেবারে
সজীব, তরতাজা।
যেমন বহু দিনের ক্ষত মুছে গেলেও,
চিহ্ন টা থেকে যায়,
থেকে যায় যন্ত্রনাটা।
এও খানিকটা তেমনি।
ঘুন পোকাদের ক্রুড় দন্ত,
শুকনো গোলাপ
আর কাঁটাটিকে আত্মস্থ
করতে পারে নী এখনো।
অনেক গুলো বছর তারা
এই খাতায় করছে সহবাস।
একে অপরে হয়েছে বিলীন,
একে অপরে হয়েছে বিমুখ।
তবুও তারা একসাথে এতদিন,
তবুও তারা একসাথে এতদিন।।
0 Comments