পরানদার পরামিশে
।।সুমন বিশ্বাস।।
পেত্ত যারা বলের ঝড়ে
পরের বুহি চিতে গড়ে; ছাইড়ে না ভাই তাগে,
গালাগালি দিবা কইষে
দোর বুজোইয়ে হাগদি বইসে, মোন্দো যিরাম নাগে!
চামড়ার গুলা মাইরে ফাঁহে
পাল্লি নাগাও তাইরগে নাহে, পাও পিচেইশে সুখ,
গোন্দে থাকতি কেউ চাবে না
দোষ দেবে কার? কূল পাবে না; মেলবে খালি দুখ।
তেমু ভাডি চামড়ার মুক
কবা ভালো নাগবে যেটুক, নইলে থাকপা চুপ,
চোহে, কানে দ্যাকপা, শুনবা
তক্কে গেলি গিরে গুনবা— বাঁশের অনুরূপ।
0 Comments