যন্ত্রণার বাইশে শ্রাবন

 যন্ত্রণার বাইশে শ্রাবন

- কাকলি চক্রবর্তী 



আজকের এই দিনটা আমাদের তুমি উপহার দিয়েছিলে,

বুকভাঙা কান্নায়।

 আগে সে ভাবে কোনো গুরুত্ব ছিলোনা

এই দিনটার।

দিনটা চিনিয়ে ছিলে তুমি,

বুঝিয়ে ছিলে চিরদিনের জন্য

ছেড়ে যাবার যন্ত্রনা।

তোমার জীবনে,

এই দিনটা না এলে কেমন হত কবি?

আরো কিছুটা সময়,

আরো অনেকগুলো দিন,

থাকতে তুমি,

ভড়িয়ে সবার প্রাণ।

যন্ত্রণার বাইশে শ্রাবন

চোখে আনে জল,

আনে শ্রাবনের অজস্র ধারাবর্ষণ

যেতেই হবে জানি,

প্রকৃতির নিয়মে এই শরীর শেষ হবে একদিন,

থেকে যাবে জীবনের অবিস্মরণীয় অধ্যায়।

যে অধ্যায় শুধু তোমাকে নিয়েই সৃষ্টি।।

Post a Comment

0 Comments