টাটকা টক
।।সুমন বিশ্বাস।।
জলটক, ফলটক, আছে টক চাটনি,
বানানোতে কিছু সোজা; কিছু বেশ খাটনি।
টিভি, ফেসবুকে দেখি, কত কী টকশো,
সুর, বাদ্যের টক— কয় তারে রক শো।
টক ভারি পায় লোকে, বাস্তব বচনে,
খাদ্যের স্বাদ মুখে— টক লাগে পচনে।
প্রাণনাশা টক বহু; তবু যেটা টাটকা-
সেটা 'টিকটক'; যাতে— প্রজন্ম আটকা।
0 Comments