আকুল আকুতি
।।সুমন বিশ্বাস।।
নাও ফিরিয়ে প্রতিযোগের, নষ্টে ভরা রণ,
সহযোগী মানুষ গড়ার— করতে হবে পণ।
তাতে ধরা সাম্য হবে, কাম্য হবে ফল,
গৃহহারা, অনাহারী— ফেলবে না আর জল।
বাঁচবে সবুজ, নাচবে পরান, থাকবে সবার সুখ,
হাসবে শিশু, বাসবে ভালো; কাটবে আঁধার, দুখ।
দাও ফিরিয়ে বাউল, সারি, যাত্রা, জারিগান,
টপ্পা, গাজি, লেটো, কবি; ডাকুক সুরে বাণ।
পট, কীর্তন, শিবের গীতি, ঠুমরি, আধুনিক,
সংক্রান্তি, পার্বণে বসুক— আসর চারিদিক।
পঞ্চকবি, পল্লিগীতি, এই বাঙালির প্রাণ,
আপন সংস্কৃতির বনে— ছড়াক সুখের ঘ্রাণ।
দাও ফিরিয়ে খাল, নদী, বিল; মাঠ, সবুজের বন,
দিবানিশি মিশে তাতে— করবো সজিব মন।
নাও ভাসাবো, কাটবো সাঁতার, শস্য, পাখি, ফুল-
সকল পাবো থাকতে বেঁচে; যা জীবনের মূল।
স্মৃতি যত ফিরবে আবার, ডাকবে অনুক্ষণ,
হারিয়ে যাওয়া প্রাণ-প্রকৃতি— দেখবো সর্বজন।
0 Comments