সম্পর্কে প্রতারণা
- সাহারা প্রমি
এক ব্যক্তি স্ট্যাটাস দিয়েছে টাকা পয়সার ব্যাপার না হলে সে সম্পর্কে চিট করা কে বিশ্বাস করে না। অর্থাৎ,
সম্পর্কে প্রতারণা করা কে প্রতারণা করা বলে মনে করেন না।যাইহোক, প্রতারণা আসলে কি?
আমরা কেউ কেউ মনোগ্যামাস আবার কেউ কেউ পলিগ্যামাস।তো, আপনি পলিগ্যামাস হতেই পারেন এবং দুনিয়ার একশো কোটি মানুষের সাথে প্রেম কিংবা
সহজ ভাষায় শুতে পারেন।সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এবং স্বাধীনতা।
কিন্তু, আপনি পলিগ্যামাস হয়েও যদি মনোগ্যামাস হওয়ার ভং ধরেন,, একজন মনোগ্যামাস মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে এরপর আবার নিজের মতো একশো কোটি মানুষের সাথে প্রেম কিংবা শোয়াশুয়ি করেন অথচ আপনার মনোগ্যামাস পার্টনার কে বিন্দুবিসর্গ না জানিয়ে এবং পরবর্তীতে যখন আপনার মনোগ্যামাস পার্টনার বিষয় টা জানতে পারে তখন আপনি প্রতারণা করেন নি এটা বলা অন্যায় এবং একশো বার অন্যায়।
যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই সম্পর্কে দুজনের মধ্যে স্বচ্ছতা থাকা টা অনেক বেশি জরুরী। যখন আপনি পলিগ্যামাস কিন্তু মনোগ্যামাস কেউ আপনার সাথে সম্পর্কে যেতে চায় তাকে আপনার অরিয়েন্টেশন সম্পর্কে শুরুতেই জানিয়ে নেয়া উচিত। এরপর, আপনি তাকে জানালেন না এবং পরবর্তীতে সে আবিষ্কার করলে সেটাকে প্রতারণা ছাড়া আর কিছু বলেনা।আপনার অরিয়েন্টেশন জেনেও মনোগ্যামাস মানুষ টা আপনার সাথে থাকতে চাইলে বা কন্টিনিউ করলে সেটা ভিন্ন ব্যাপার।কিন্তু, তার থেকে পুরো বিষয় টা আড়াল করে পরবর্তীতে এটা বলা - আপনার শরীর নিয়ে আপনার চাহিদা নিয়ে আপনি তাকে আগে থেকে অবগত করতে বাধ্য নন আর এটা প্রতারণা না এগুলো আসলে হাস্যকর আবদার।
আপনি পলিগ্যামি হলে আপনার চাহিদা, ফিলিংস যদি সত্যি হয়ে থাকে একজন মনোগ্যামি মানুষের ফিলিংস তাহলে মিথ্যা হবে কেন?
মনোগ্যামি দের যেখানে সম্পূর্ণ চিন্তাচেতনা প্রেম ভালোবাসা আবেগ চাহিদা যাই বলেন না কেন শুধু একজনকে ঘিরে আবর্তিত হয় সেটাও সত্য এবং প্রতারিত হলে আঘাত পাওয়া টাও সত্য।(স্ট্যাটাস দেয়া ব্যক্তি এটাও লিখেছে একজন মনোগ্যামি হয়ে সে যদি তার পার্টনারকে অন্য আরেকজনের সাথে শুতে দেখে তাহলেও সেই বিষয় টা হজম করে নিতে হবে। তার পার্টনার যে তাকে না জানিয়ে এতদিন সম্পর্ক (?) চালিয়েছে সেটায় সে থাকলে থাকবে নাহলে কেটে পড়বে কিন্তু প্রতারিত হয়েছে তা বলা যাবেনা।) সিরিয়াসলি?
আর আপনি যদি ভেবে থাকেন আপনি তাকে নিজের অরিয়েন্টেশন সম্পর্কে না জানিয়ে অন্ধকারে রেখে যা খুশি করে পরে এটা বলে জাস্টিফাই করবেন যে এটা প্রতারণাই না তাহলে এটাকে স্বেচ্ছাচারিতা বলে।
কুকুর বিড়ালদের মধ্যে কোনো সম্পর্কের স্বচ্ছতা থাকেনা।তারা বিষয় টা বোঝেই না।কেউ কাউকে তারা জানায় না যখন যার সাথে ইচ্ছে যুক্ত হয়।কিন্তু,, মানুষের ক্ষেত্রে এ বিষয় টা ভিন্ন।পশু পাখির সাথে মানুষের আবেগের কোনো মিল নেই।
তাই দুজন মানুষ মনোগ্যামি হোক বা পলিগ্যামি কোনো সম্পর্ক থাকলে সেখানে স্বচ্ছতা থাকাটাই কাম্য।যে সম্পর্কে স্বচ্ছতা নেই একজন আরেকজনকে অকপটে কিছু জানাতে পারেনা সে সম্পর্কের কোনো সৌন্দর্যও নেই। আর একটা সম্পর্কে থেকে প্রতারণা করে যাওয়ার পর এটা আশা করা যে আপনার মনোগ্যামি পার্টনার এখানে আপনাকে প্রতারক বলতে পারবেনা
নিজের ফিলিংসে কিল মেরে বসে থাকবে এগুলো অন্যায় হাস্যকর আবদার ছাড়া আর কি! আর তাহলে এটাকে " সম্পর্ক " নামক পোষাকি নাম দেয়ারও কোনো মানে হয়না।সম্পর্ক না বলে সেটাকে বরং
" প্রয়োজন " বলুন।
বিঃদ্রঃ বিচার যাইহোক তালগাছ আমার এ মন্ত্রে দীক্ষিত দের সাথে আমি তর্কযুদ্ধ করিনা।ধন্যবাদ।
0 Comments