যত্নে বাঁধা প্রিয় মুখ

 যত্নে বাঁধা প্রিয় মুখ

- শিল্পী বিশ্বাস



উচ্ছ্বসিত নদীর স্রোতে

ভেসে যেতে যেতে

একদিন অস্পষ্ট হয়ে ওঠে 

বুকের ভেতর সযত্নে রক্ষিত 

এক প্রিয় মুখ।


অন্ধকার আকাশের নিচে

ধোঁয়ার ঢেউ ভাঙা সাগর

অতঃপর অথৈ জল।


চোখের নিচে জলছাপ

আর রঙের রেখাগুলো মুছে  যায় সময়ের নিঃশ্বাসে।


বিশ্বাসের তলানী শূন্য হলে

আকাশে মেঘ জমে,

ঘূর্ণি জলে পাক খেয়ে

মেঘে মেঘে বৃষ্টি নামে। 


একদিন অস্পষ্ট  হয়

বুকের ক্ষত,শুকায় নোনা

ব্যাথা।

বুকের ভেতর যত্নে রাখা

মুখটা হারাই।


এমনি ভাবে কেবল আমি

হেরে যাই,হারিয়ে যাই

তুমুল এক ঘূর্ণি ঝড়ের

ঘূর্ণি জলে সময় ধরে।

Post a Comment

0 Comments