ধর্ম ও বিজ্ঞান

 ধর্ম ও বিজ্ঞান

- শুভ্র সরকার 



বিজ্ঞান বলে : 

যাকে আপনি পঞ্চ ইন্দ্রিয় এর কোনো এক বা একাধিক ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারছেন না অথবা যেটা পরীক্ষা দ্বারা প্রমাণিত নয় সেটাকে বিশ্বাস করবেন না।

বিজ্ঞানের যেসব বর্তমান বা প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ঈশ্বরে বিশ্বাস করে, তারা কি বিজ্ঞানের এই কথাগুলো মানে?


ধর্ম বলে:

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। 

ধর্মে কথা বিশ্বাস করা খুবই সহজ একটি কাজ। কিন্তু বিজ্ঞানের কথা বিশ্বাস করতে হলে যথেষ্ট জ্ঞান, অভিজ্ঞতা, বিচক্ষনতা প্রয়োজন। ধর্মের কথা বিশ্বাস না করলে প্রকৃতপক্ষে কোন ক্ষতি নেই, অন্য মানুষ যদি অনৈতিক ভাবে কোন ক্ষতি না করে। কিন্তু বিজ্ঞানের কথা বিশ্বাস না করলে প্রতি ঘাতে ঘাতে ঠকতে হবে।

Post a Comment

0 Comments