দায় কার হবে?
- Bristy La wayfarer
একটা মানুষ ঠিক কিরূপ মানসিকতার হবে তা নির্ধারণ হয় সে কোন পরিবেশ বা কেমন মানুষের বৃত্তে বড়ো হচ্ছে তার ওপর, প্রাথমিক ভাবে তো অবশ্যই।
ছোটবেলা থেকে পরিবার ও আশেপাশের খেলার সাথী যারা আছে তাদের থেকে কিংবা কাদের বেশি দেখছে তাদের থেকেই বেশি শেখে। সেখান থেকে যেই বৈশিষ্ট্য গুলো সেই শিশুর কাছে অধিক গ্রহনযোগ্য মনে হয় সেগুলোই সে আত্মস্থ করে নেয় নিজের মাঝে।
এর লক্ষ কোটি উদাহরণ মোটামুটি সবাই।
গতকাল দুপুরে একটা স্কুল মাঠের সামনে দিয়ে হাঁটছিলাম। যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখানে ঠিকঠাক নেটওয়ার্ক নেই তাই হাঁটতে হাঁটতে সেদিকটায় চলে যাওয়া। সেখানে এক ভাইয়ের মেয়ে, বয়স ৫ বছর এবং আমার বড় ভাইয়ের ছেলে, ওর ও বয়স ৫ বছর দুজনই খেলছিলো। আমি মজার ছলে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এই স্কুলে পড়বে?
আমরা ভাইয়ের ছেলে বললো, "না ফুপ্পি, তুমি যে বরিশাল ক্যাডেট স্কুল দেখালে ওখানে না আমাকে পড়াবে বললে?" বললাম, "আচ্ছা।"
আরেকটা ভাইয়ের মেয়ে যে ছিলো, ও বললো, "না না, স্কুলে যারা পড়ে তারা তো অনেক খারাপ হয়, এখানে পড়া ভালো না। মাদ্রাসা ভালো।"
জিজ্ঞেস করলাম, "কে বলেছে তোমাকে এসব?"
বললো, "মা বলেছে, স্কুলে পড়লে সবাই খারাপ হয়ে যায়, তাই মাদ্রাসায় পড়তে হবে।"
বললাম, "না মামনি, স্কুলে পড়লেও ভালো হয়। জ্ঞান, বুদ্ধি বাড়ে।"
আচ্ছা বলুন তো, এই বাচ্চাটা যখন একটা বিকৃত মানসিকতা নিয়ে বড় হবে তখন কি ওকে দোষারোপ করা চলবে? এই বাচ্চার মস্তিষ্কে ছোটবেলা থেকেই যখন একটা নেতিবাচক বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে সে এই পরিবেশেই বড় হতে থাকলে তার দ্বারা কি আমরা খুব ভালো কিছু আশা করতে পারি??
তবে আমি বাচ্চাটার কথা শুনে অবাক হইনি। এর আগের রাতে ওর মায়ের সাথেই আমি ঘুমিয়েছিলাম। তার তিন নম্বর সন্তানটা হার্টে ব্লল নিয়ে জন্মেছে। এখন বয়স চারমাস। এখনই অপারেশন সম্ভব নয় যার ফলে আরো এক বছর তাকে অক্সিজেন দেওয়াতে হবে প্রতিদিন। তো সে সুবাদে প্রতিদিন তাদের ডাক্তারের কাছে যেতে হয়। গতরাতে ওর মা আমাকে বলছে, "বাবুকে নিয়ে কিছুদিন আগে ডাক্তারের কাছে গেছি, ইনজেকশন দেওয়ার সময় বাবু একদম স্পষ্ট ভাবে আল্লাহ আল্লাহ বলছিলো,এতো ছোট বাচ্চার মুখে এতো সুন্দর আল্লাহ আল্লাহ শুনে ওখানের সবাই তো অবাক। আশেপাশের সবাই ভিডিও করে নিয়েছে। "
আমি শুনে মুচকি হেসে বললাম, "আচ্ছা। "
যে মানুষ একটা বাচ্চার সাধারণ কান্নার মধ্যে এমন ভিন্ন ভিন্ন সাউন্ড আবিষ্কার করে তার কাছ থেকে তার সন্তান খুব ভালো কোনো শিক্ষা পাবে সে আশা করাও যায়না বোধহয়।
তো স্কুল মাঠে হাঁটতে হাঁটতে তখন এ কথাই মনে পড়লো। বাচ্চাটাকে চাইনি তার মায়ের সম্পর্কে কোনো নেতিবাচক চিন্তা জাগুক তাই খুব বেশি কিছু বলিওনি।
শুধু ভাবছিলাম বাচ্চাটার ভবিষ্যৎ কেমন হবে এবং এর তার অমন গড়নের পেছনের দায় কার হবে!?
0 Comments