বর্ণবাদী বজ্জাত
।।সুমন বিশ্বাস।।
উঁচু-নীচু, জাত-পাত, বিভেদ লতার,
জের পাই শতভাগ— বর্ণপ্রথার।
ভেদ, বিদ্বেষে করে, ধর্ম আচার,
বজ্জাতবাসে পথ— থাকে না বাঁচার।
সনাতনী কমে মূলে, বর্ণ কারণ,
বজ্জাত পুষে রাখে; করে না বারণ।
কর্মের জেরে ভেদ, মিছে, প্রহসন,
জন্মের রেশে তারা— পরে আবরণ।
গড়ে দল হলে পুজো, সৎকার, বিয়ে,
হরিনাম শুনে ফের— কাঁদে মন দিয়ে।
আদতে আলাদা থাকে, ছোঁয়া, খাওয়া নিয়ে,
দানব ধর্মঢালে— রেখেছে টিকিয়ে।
কর্মতে ভেদ হলে, সব পরিবারে,
চতুর্বর্ণ গুণে— যেত অধিকারে।
সত্য গোপন করে, বয়ানের ভারে,
পুরান কাহিনি টেনে— বাস্তব সারে।
তথ্য, প্রমাণ দিয়ে, কয় ইতিহাস,
শাসন, শোষণ হেতু— বর্ণের চাষ।
বর্ণবাদীরা মূলে, শূন্য/আকাশ,
মূলবাসী পাতা ফাঁদে— হয়ে যায় দাস।
কথিত নীচুরা তাই, আজও দেখি মানে,
বহু ছিঁড়ে গেছে, যায়; যাবে লোকে জানে।
কভু শির উঁচু নয়, ভেদ সমাধানে,
লাথি খায়, খুন হয়, তবু ডেকে আনে।
0 Comments