প্রহসন পরিণাম
।।সুমন বিশ্বাস।।
তপ্তমরুর ক্ষুরধার বালু, বরফের হিমালয়,
অম্বরে মেঘ, গর্জন বাণ; বজ্রের নাই ভয়।
সমুদ্র ঝড়, রুদ্র নৃত্য, তরঙ্গে হুংকার,
উপোসের পেট, বিনিদ্র দিন, পরাজয়ে চুরমার।
ভূমিকম্পের বিভীষিকা রূপ, বননাশা দাবানল,
ভাঙনের নদী, বন্যার ক্ষয়; প্রাণ তবু অবিচল।
দ্রোহের চক্ষু লাল দিবাকর, কণ্ঠ বারুদমাখা,
চলুক বুলেট ঘামে ভেজা গায়; নগ্ন বক্ষ রাখা।
সলিল, পবন, অগ্নির নাদ; বিপ্লবী রাজপথে,
ঊর্মি, ঝঞ্ঝা, অগ্ন্যুৎপাত— আজ মজুরের রথে।
0 Comments