নীল চোখ
- শিল্পী বিশ্বাস
রাত্রির জাগ্রত স্বপ্নে
নীলের স্রোতে ঝরে
সূর্যের ছায়া।
কী নির্মল নীল আকাশ,
অসহ্য সুন্দর তোমার
নীল চোখ অভিমানে পোড়ে
এক ঝলক সোনালি রোদে।
মৌমাছির অলস গুঞ্জনে
পাঁপড়ি মেলে সরোবরে
ফোটা নীল পদ্ম।
কিছু জংলী ফুলের ঝাপসা
তুলির রঙের রেখায়
আঁকা আমার সময়।
সবুজ নিশানায় জ্বলে
সর্বস্ব নিয়ে আমার
বিকলাঙ্গ স্বত্বা।
যেই রাত্রি ছিল
তোমারই দখলে
সেই জলন্ত রাত্রির
স্বপ্নে যেন ফুল
হয়ে ঝড়ি।
বিষন্ন নিঃশ্বাসে শরতের
শিউলী ঝড়া ভোরে
কমলা রঙের রোদে
নতুন স্বপ্নে ভাসি।
0 Comments