কে তুমি?

 কে তুমি?

- শিল্পী বিশ্বাস



বিষন্ন সুন্দর আলোয় কে তুমি এলে দুচোখে স্বপ্ন নিয়ে আমার এই শূণ্যঘাটে??? 

খাঁ খাঁ শূণ্য মাঠে একাকি কষ্টকে পুষতে চেয়ে চাইনি কারো পানে।

ঘনকালো অরন্যের লতায় পাতায় হারানো কন্ঠে নিজের অস্তিত্ব টাকে বার বার হারিয়ে খুঁজি।

হঠাৎ আসা ভয়ের তীব্র চিৎকারে সাহসের বড্ড অভাব হয়।

বুকের ভীতর কষ্ট গুলো জমতে চায়।

ভীষণ রকম হাত পা আমার কেঁপে যায়।

বিষন্ন সুন্দর আলোয় কেন 

সমুদ্রের স্রোতের মত করে আসতে চাও??

কেন পাহাড়ী ঢল হয়ে দুচোখে অশ্রু হয়ে ঝরতে চাও।

সকাল সন্ধ্যায়, দিনে রাতে

হৃদয়টা ছিরে টুকরো হয়।

তবু আমার সেই ভালো,সেই আলো।চাইনা আর প্রাণবন্ত

সবুজ প্লাবন।

পারি যদি পোড়াব মাটি সেথায়

করব হৃদয় চাষ,চিরকাল।।

Post a Comment

0 Comments