নারী: বিরিয়ানি না পোলাও?

 নারী: বিরিয়ানি না পোলাও?

- RD Ritu



নারী হয়তো পচনশীল "খাদ্য দ্রব্য", সে জন্য নারী 'নষ্ট' হয়!! 

আর পুরুষ 'মানুষ', তাই পুরুষ নষ্ট হয় না। 


তবে বেশিরভাগ পুরুষ (যারা ভাবে পৌরষ প্যান্ট এর জিপার এর নিচে থাকে) জিভ বের করে রাখে রাস্তাঘাট, বন্ধ ঘর যেখানে সুযোগ পায় সম্মতিক্রমে বা জোরপূর্বক খাদ্যবস্তু গুলোর টেস্ট নিতে!! 

হয়তো নেয়ও!!

কিন্তু তাতেও পুরুষের মর্যাদাহানি হয় না, বরং খাদ্যবস্তু টা নষ্ট হয়, এটো হয়ে যায় আরকি!! 

তার থেকে মজার ব্যাপার হলো খাদ্যবস্তু নষ্ট হলেও ফ্রী তে পেলে পুনরায় নষ্ট খাদ্য টার স্বাদ নিতেও লোভ কমে না! 

কেউ কেউ তো সব জেনে শুনেও "বেশ্যা পল্লী" তে ও যায় নষ্ট খাদ্য খেতে!


তবে "বিবাহ" করে টাটকা দেখে, খুব করে নজর রাখে যেনো নিজের শয়নকক্ষের বিছানায় যে খাদ্য গ্রহণ করবে সেটা যেনো বাসি, পঁচা অন্যের এটো করা না হয়....!!!! 


আবার নারীতে সুখাদ্য-কুখাদ্য বলেও একটা ব্যাপার আছে, সৌন্দর্য্যের বাছবিচারে কেউ বা হয় কেউ হয় পোলাও-বিরিয়ানি আর কেউ হয় বাসি পান্তা_ কেউ হয় ঠাণ্ডা জেজার্ট আবার কেউ সুপার হট কফি! স্বভাবতই সবাই মুখরোচক খাবারের প্রত্যাশী।


তবে বেলা শেষে যেটা বুকে ভীষণ বাজে সেটা হচ্ছে, এক শ্রেণীর নারীই বরং নিজেকে খাদ্যবস্তু হিসেবে প্রদর্শন করতে পছন্দ করে, এবং এরাই হয়তো নারী স্বাধীনতার পথে প্রধান অন্তরায়!

Post a Comment

0 Comments