মেঘলা আকাশ

 মেঘলা আকাশ 

- শিল্পী বিশ্বাস



ভীনদেশী অভিমানী চাতকীর মতো বৃষ্টির অপেক্ষায়।


সে মেঘ,সে বৃষ্টি, সে জল

শরতের কাশফুলের নরম ছোঁয়ায় দোলে তার হৃদয়।


স্বচ্ছ কাচের মতো তার প্রেম,

সে খরস্রোতা নদীর মতো।

সবুজ পাহাড়ের মতো 

সমুদ্রের মতোই সে সুন্দর।


তাকে আমি ভালোবাসি।

একখন্ড মেঘের মতো সে

নীল আকাশের মতো সুন্দর।


আমার শহর জুড়ে  চলছে খরা।

নোনা জলের  ঢেউয়ে ভাসে।


আমি তাকে ভালোবাসি।

ভালোবাসি তার চোখের পাতায়

জড়িয়ে  থাকা স্বপ্নকে,

হৃদয়ে পুষে রাখা কষ্টকে।


সে সুন্দর রবি ঠাকুরের কবিতার মতো,সে সুন্দর কাঠ গোলাপের  খসে পড়া পাপড়ির মতো,


ভীনদেশী তৃষ্ণার্ত অভিমানী 

বৃষ্টির অপেক্ষায় চাতকীর

মতো চেয়ে আকাশ পানে।


শহর জুড়েই মেঘলা আকাশ

স্বচ্ছ জলের  মেঘ,বৃষ্টির অপেক্ষায় মেঘ।


শহর জুড়ে নামবে বৃষ্টি। 

ভিজবে প্রেম,ভিজবে ভালোবাসা।ভিজবে আমার শহরে এসে নিশ্বব্দে পালিয়ে যাওয়া সে।।

Post a Comment

0 Comments