Is Beauty Measurable?
– অন্বেষা
সৃষ্টির আদিযুগে মডার্ন হোমো স্যাপিয়েন্স ছিল না ।Oligocene anthropoids তারপর Miocene hominoids তারপর Australopithecus তারপর Homo genus আবির্ভূত হয় । মানে Homo habilis , Homo erectus , Neanderthal man (Classical , Progressive) তারপর Anatomically modern Homo sapiens (Cro magnon , Grimaldi , Chancelede) . এদের skull ও ডিফারেন্ট টাইপের ছিল । (platycephalic , hyperdolichocephalic , dolichocephalic etc) ফেস কারোর ছিল broad , কারোর flat , কারোর chin prominent , কারোর nasal aperture বড় আবার কারোর ছোট , dietary habit ও ভিন্ন প্রকৃতির ছিল সবার ক্ষেত্রেই । সেই সময় , সৌন্দর্যের concept তাহলে কি ছিল !
মানুষের race নির্ধারিত হয় নির্দিষ্ট কিছু পরিমাপক দ্বারা । Caucasoid , Negroid , Mongoloid , Australoid । এই এতগুলো নির্দেশকের মানুষ নিশ্চয় একরকম হবে না । বাহ্যিক গঠন ও এক হবে না । তাহলে সৌন্দর্য্য পরিমাপ হবে কিসে ? আপাতদৃষ্টিতে যা দেখি তার সবটা ঠিক নাও হতে পারে । সৌন্দর্য্য আসলেই ক্ষণস্থায়ী যা বাহ্যিক , কারন যেকোনো কিছুর দ্বারা সেটা প্রভাবিত হয়ে নষ্ট হতে পারে কিন্তু মনের সৌন্দর্য্য এতটা সহজে নষ্ট হওয়া অসম্ভব । সুন্দর মুখের জয় সর্বত্র , কিন্তু অন্তরের সৌন্দর্য্য যদি না থাকে সেই মানুষ কিন্তু বাকিদের কাছে ব্রাত্য হয়ে যায় । গুন ও মানসিক সৌন্দর্য্য যদি নাই থাকে সেই ব্যক্তি গ্রহণীয় হয়ে উঠবে কীভাবে ? মানুষ কোনো পণ্য না যে বাজারে গিয়ে বেছে নিয়ে আসতে হবে । আর পাঁচ টা পণ্যের সঙ্গে মানুষের তুলনা ! নিতান্তই হাস্যকর ! Because now Homo sapiens sapiens is technologically and culturally more evolved than any other creatures and and have the power of thinking .
পৃথিবীটা সবার , সৌন্দর্য্য নেই বলে suicide করতে হবে এই কথার কোনো ভিত্তি নেই । সৌন্দর্য্যের অনুভূতি ও অভিজ্ঞতার প্রেক্ষিত সবার ব্যক্তিগত ও ভিন্ন ।

0 Comments