অমি পারিনি
- তানবীর আহমেদ
তোমার সীমানায় প্রবেশ করতে পারিনি,
পারিনি অনিকেত প্রান্তর পেরিয়ে তোমার জমিনে ঘাসের ডগার শিশির বিন্দু ছুঁয়ে দেখতে।
দেখতে পারিনি তোমার আকাশেও কি একই সূর্য উঠে?
দেখতে পারিনি চন্দ্রালোক তোমার মেঘ মুক্ত আকাশে কতটা আলো ছড়ায়!
দেখতে পারিনি তোমার মুক্তা সদৃশ নক্ষত্র রাজির মিটমিটে আলো।
বিশ্বাস করো, তোমার খোলা প্রান্তর জবর দখল করার মত মানুষিকতা আমার কখনোই ছিলো না।
তবুও পারিনি তোমার সীমানায় ঢুকতে,
পারিনি তোমার উর্বর মাটিতে কৃষ্ণচূড়ার একখানা গাছ রোপণ করে আসতে।

0 Comments