ওই অতটুকু লোভ ছিল আমার

 ওই অতটুকু লোভ ছিল আমার

- তরুণ বড়ুয়া (প্রিয়)




ওই অতটুকুই লোভ ছিল আমার, 

আমার একলা রাতগুলো পাড়ি দিব,

তোমাকে জোছনার গল্প বলে,

তুমি ভালোবাসি কিনা জানতে চাইবে,

নানান অজুহাত ছলে।


ওই অতটুকুই লোভ ছিল আমার, 

তুমি শুধু পড়বে আমার উন্মাদ প্রেমে,

তোমারি বিশ্বাসী ছায়ায় আমি বসব তোমার ধ্যানে।


ওই অতটুকুই লোভ ছিল আমার, 

তোমার ভালোবাসায় জগৎ সংসার

হিংসে করবে আমায়,

আমায় মনে রাখবে জগৎ, 

তোমার ভাস্কর্যের নিপুণ ছোঁয়ায়।


ওই অতটুকুই লোভ ছিল আমার, 

আমার কষ্টে তোমার বাম বুকে বিঁধুক গোলাপ কাঁটা, 

নিপূনে গোপনে রাখবে জমা আমার সকল ব্যাথা।


ওই অতটুকুই লোভ ছিল আমার, 

কাঁচের মতন চূর্ণ-বিচূর্ণ হয়ে,

কখনও ভাঙতে দেবেনা আমায়।

Post a Comment

0 Comments