বন্ধু তুই

 বন্ধু তুই

- কাকলি চক্রবর্তী 



কেউ না থাকলেও

তুই থাকবি জানি,

কেউ না শুনলেও

তুই শুনবি আমার কথা,

কেউ না খুঁজলেও

তুই রাখবি আমার ঠিকানা।

কেউ না ভাবলেও,

বন্ধু তুই ভাববি আমার কথা।

কেউ না জানলেও

তুই জানবি,

একটা মন বোঝে 

বন্ধু কথারটার মানে।

সে যে আছে কেবল

তোরই অপেক্ষায়।

Post a Comment

0 Comments