সোজা কথা
।।সুমন বিশ্বাস।।
কথা, সুর বদলে যে, গেয়ে যায় গান,
তার দলে আমি নাই; হোক সে মহান।
এই দোষে দোষী যারা, ধরা হোক; কই,
তাই বলে গানে বাধা— দেয়া লোক নই।
শিল্পীর গাওয়া গান, গাই সুখে, দুখে,
গান ভালোবাসে না কে, গায় না কে মুখে?
তাল, গলা ঠিক নাই; যান ছেড়ে দিয়ে,
কাজ ফেলে চেঁচামেচি, কেন এই নিয়ে?
ভাঁড় আছে সবখানে, দেখি সব্বাই,
এখানেও মার খায়— শ্রমজীবীরাই।
ধনী চ্যানেলের জোরে, 'শিপ্লি'ও হয়,
'লেয়ক, লেয়িকা' সেজে, টাকা ঢেলে রয়।
আর গণউৎপাতে, মেতে থাকে যারা,
বলা চলে, এই বিধি— ঘেরে নেই তারা।

0 Comments