কোথায় যাবো?

 কোথায় যাবো?

।।সুমন বিশ্বাস।।



কোথায় গেলে সংখ্যালঘু-

সংখ্যাগুরুর ধ্বজা,

খোসে গিয়ে মানুষ হয়ে— বাঁচতে পাবো মজা?


কোথায় গেলে বর্ণবাদের

রইবে না কো লেশ,

উঁচু-নীচু জাতবিভেদের— সকল হবে শেষ?


কোথায় গেলে পর পরকাল

ভাববে না আর কেউ,

নিজের উপর বর্তাবে সব; ধর্মবিধির ঢেউ?


কোথায় গেলে কটুক্তিহীন

সমাজ খুঁজে পাবো,

ভঙ্গি ধরা দেখবো না আর; খুশিতে হারাবো?


কোথায় গেলে একাত্তরের

দৃশ্য সাদাকালো,

রঙিন হয়ে উঠবে না আর; ফুটবে আশার আলো?


কোথায় গেলে নেবে না লোক

আইন তুলে হাতে,

দোষীর বিচার, সাজা, মুক্তি— মিলবে আবার তাতে?


কোথায় গেলে বাঁচবে পরান

নাচবে হেলেদুলে,

ধর্ম দেখে কেউ দেবে না— প্রাণ নাশা বিষ গুলে?

Post a Comment

0 Comments