সংখ্যালঘুর শপথ

 সংখ্যালঘুর শপথ

।।সুমন বিশ্বাস।।



মনেরে কও, বন্দি থাকো; দুয়ার খুলো নাকো,

চোখ দেখে যাও, কান শুনে নাও, মুখটা বন্ধ থাকো।

কেন্নোর মতো গুটাও দেহ, ভয়-ভীতি রোজ মাখো,

ব্যথা সওয়ার রীতির জালে— আপন শরীর ছাঁকো।


মারলে নিজেই গা পেতে দাও, ধরতে এলে বাঁকো,

ঘর ভেঙে যাক, অনলে খাক— করুক যা সব রাখো।

আইন ভাঙুক সংখ্যাগুরু, তুমি করো সাঁকো,

আসবে ভাবো মুক্তি দিতে— কল্পে যারে ডাকো।


গালি দিলে তালি বাজাও, প্রভু বলে হাঁকো,

তাদের করা দুর্ব্যবহার— সযতনে ঢাকো।

সহ্য করো, ধৈর্য ধরো, স্বপ্নে বিজয় আঁকো,

অনুভূতি হত্যা করে— নিরাবতায় পাকো।

Post a Comment

0 Comments