ফোড়া ফাটানো ডাক্তার

 ফোড়া ফাটানো ডাক্তার

।।সুমন বিশ্বাস।। 



আহ্! 

হাত বোলালে দারুণ লাগে

বলবো কী আর আমি,

: ভীষণ ভালো বোলাই, সোনা; জানে অন্তর্যামী।


উঃ মাগো! চেপো না জোরে

পাচ্ছি ব্যথা বেশ,

: এখটুখানি সবুর করো— পাবে সুখের দেশ!


সেটা না হয় বুঝে গেছি

তাই বোলে কি জোরে?

: প্রথম প্রথম ব্যথাই লাগে; থাকো ধৈর্য ধোরে!


ওঃ বাবাগো! ছাড়ো এবার

ধরি তোমার পায়,

: আরেকটুক্ষণ সোনা আমার; সাহস রাখো গায়!


ওরে মাগো ও বাবা গো

আর কতোক্ষণ ঠাসবে?

: সোনা জাদু ছেড়ে দেবো; বেরিয়ে যখন আসবে!


সহ্য করতে পারি না আর

দাও না এবার ছেড়ে,

: এই যে দেখো পুঁজ আর বিচি; বের হলো সব ঝেড়ে!

Post a Comment

0 Comments