ভালোবাসা
- মোঃ নাজমুল হাসান
প্রচন্ড ভালোবাসে
মেয়ে ও ছেলে
ইঙ্গিতে বোঝে দুজনেই।
আবার মনে হয় কেউ বুজেনা।
মেয়ে ভাবে অনেক বলেছি ইঙ্গিতে
এখন সে বলুক;
ছেলে ভাবে ভালোবাসি
কেন ও বুজেনা?
দুজনে কষ্ট পায়
তবুও কেউ নত না হয়।
দুইয়ে হয় দগ্ধ গোপনে
হায় ক্ষীন দৃষ্টির পুরুষ?
সব কিছু আঙ্গুল দিয়ে দেখা হবে?
কত ভালোবাসি বুজিসনে!
জানিস না মেয়েরা অনেক কিছু
মুখে বলতে পারেনা?
তোর জন্য জ্বলি দিবা নিশি
বলতে পারিনা তোকেই ভালোবাসি
তুমি কি জ্বল?
আমিও জ্বলি,
প্রেমে পড়লে পুরুুষ হয় অন্ধ
প্রেমের ভাষা বুজতে অনেক সময় নেয়
নারী তোমায় ভালোবাসি
ঠোঁটে আছে মধু
বুকে আছে নাগা ঝাল।

0 Comments