অচ্ছুৎ

 অচ্ছুৎ 

- RD Ritu 



তুমি ভালোবাসা চেয়েছিলে

অথচ তুমি গ্রহণ করোনি। 

তোমারই ভীষণ হারিয়ে ফেলার ভয়

অথচ কখনো আকড়েই ধরো নি! 


আমায় চেয়েছো সকাল দুপুর সাঝে

চেয়েছো আমি তোমার হয়ে থাকি!

দেখো, প্রেয়সী তোমার তোলে ঝংকার প্রাণে

আমার বেলায় শুভংকরের ফাঁকি?


তুমি বার বার ফিরে আসো মোর দ্বারে 

অথচ কখনো আমাকেই ফিরে চাওনি।

তোমার হৃদয় ভর্তি ঈশ্বরসম প্রেম

আমায় তুমি কিছুমাত্রও দাওনি।


ভালোবাসার সাগরে ভেসেছো তুমি

আমার সবই তো অভিনয়ের ফল?

এখন তো তুমি দিব্যি ভুলে আছো

কিন্তু দেখো, আমার চোখেই জল! 


আমাতে ডুবেছো_ আমি তে ধুয়েছে

(তোমার) শরীরের পাপ গুলো_

এখন, তোমার দেওয়া পাপগুলো বুকে

ভেজা কার্পাস-তুলো!

Post a Comment

0 Comments