প্রেম ধর্ম
-এস এন রাজ
অনেকেই দেখি আজকাল মনে করে কাউকে আঘাত করাটাই স্মার্টনেস
কেউ দেখো গরিব ,কালো, নোংরা, অশিক্ষিত ,পাপী অপরাধী।
দেখো জীবাণু ,দেখো সংক্রমণ।
আমি তো দেখি মানুষ।
আমি মানুষের মাঝে দেখি ঈশ্বর।
আর আমাকে ছোটবেলা থেকেই শিখানো হয়েছে ঈশ্বরের বন্দনা করো।
আমি যখন ছোট্ট শিশু ছিলাম
তখন আমি অসহায় ছিলাম।
আমার আশেপাশের লোকেরা আমাকে সেবা-যত্ন দিয়ে সক্ষম অবস্থা পর্যন্ত ঘরে তুলেছে।
আমি বড় হয়ে বুঝতে পারলাম আমার স্রষ্টা আশেপাশের লোকজন আর পরিবেশ।
আরেকটু বুঝতে শেখার পর বুঝতে পারলাম শুধু আমার আশেপাশের পরিবেশ নয়।
আশেপাশের পরিবেশের সাথে জড়িয়ে আছে সমগ্র ইনভার্স।
তারপর বুঝতে পারলাম ইউনিভার্সিই আমার স্রষ্টা।
তারপর থেকে আমি ইউনিভার্স এর সবকিছুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
এখন এটা অনুভব করতে পারি পৃথিবীর সকল অস্তিত্বের সাথে আমার অস্তিত্ব জড়িত।
এর মধ্য থেকে কোন একটা অস্তিত্বকে অস্বীকার করলে আমাকে নিজেকে খন্ডন করা হবে।
বুঝতে শেখার পর আমি কখনো কোনো নির্দিষ্ট মতবাদে , নির্দিষ্ট রাজনৈতিক দলে, নির্দিষ্ট ধর্মে নিজেকে প্রবেশ করাইনি।
একাধারে সবার মঙ্গল কামনা করেছি।
আহত মানুষ ,পশু, পাখিদের সেবা দিয়েছি।
আমার সামনে কোন অসহায় কে ফেলে আমি আসতে পারি না।
অনেক সময় বাধ্য হয়ে আসতে হলেও ভেতরটা অনেক পোড়ায়।
নিজের জায়গায় হোক বা অন্যের জায়গায় হোক বৃক্ষ রোপণ পরিচর্যা পছন্দ করি।
সকল বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা করার চেষ্টা করি, ছোটদের স্নেহ করার চেষ্টা করি।
আমার কাছে পৃথিবীর সকল বাবা মা একই রকম
এখন আমি সবাইকে ভালোবাসি।
আমি জানি সকল অস্তিত্বে মিশে আছে আমারটাও।
লোকেদের শাসন করার কাজ আমার না, ওটা রাষ্ট্রের।
এটাও আমি জানি দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য
তাই বলে মন্দ আচরণ করে না।
আমাকে অনেকে বলে দুর্বল চরিত্র।
তবে আমি কানে নেই না।
আমি জানি ডাক্তারের সংখ্যা কম যখমকারীর চাইতে।
আমি পরিচয় চাই প্রেমিকের, নিন্দুকের নয়।
আমি তো কেবল পারি আমার সীমানা থেকে ভালোবাসা দিতে।
অন্তত পারি একটু হেসে কথা বলতে, প্রেম ধর্মের প্রচার করতে।
ভাবের আদান-প্রদান তর্ক বিতর্ক থেকে ভালবাসার মাধ্যমে বেশি।

0 Comments