রাত কে ভালোবেসে
- কাকলি চক্রবর্তী
আমি রাতকে নিলাম,
তুমি ভোর কে নিও,
পারো যদি কিছুটা রোদ
আমায় দিয়ো।
কিছুটা উষ্ণতা আর সবুজ,
কিছুটা মেঘ আর জল,
কিছুটা আলোর পরশ,
মেখে নেবো জীবনে,
কিছুটা রেখে দেবো
তাদের জন্য,
যাদের আলোর ভারি প্রয়োজন।
আমি তোমায় রাত কে দেবো,
দেবো চাঁদের আলো,
দেবো রাতের তারা,
দেবো নদীর জলে মিশে যাওয়া
রাতের পৃথিবী।
নেবে রাতের পৃথিবী?
তোমায় দেবো নিস্তব্ধতা,
রাতের কিছু নিজস্ব শব্দ,
রাতের নীরবতা আর অ কৃত্রিম ভালোবাসা,
রাতকে ভালোবেসে না হয়
আরো কিছুটা সময়,
আমরা এক হবো,
মিলে মিশে যাবো
একে অপরের সাথে।
হয়তো ক্ষণস্থায়ী,
হয়তো কিছুটা সময়,
তবুও রাতকে ভালোবেসে।।
.jpg)
0 Comments