অবকাশ নেই

- অভি বণিক 



বাইরে ঝনঝন শব্দ,

না না,ওটা সাইরেন।

হ্যাঁ,শান্তির সাইরেন।

এক বুক আশা নিয়ে যখন, পাখিদের দল আকাশে উড়তে পাখা মেলে,

ওদের মনে তখন,স্বাধীনতার স্বাধীন তরঙ্গ বয়ে চলে।

ওরা জানেনা,কিছু হায়েনা বসে আছে,

বন্ধুক তাক করে,গ্রেনেড নিয়ে।

নাগালের মধ্যে এলেই,ধুম।

কেউই জানেনা,কারোই জানা নেই,

কোথায় এর শেষ।

কোথায় অবকাশ। 

ধরো,কানটা আসলেই চিলে নিয়ে গেলো।

কিন্তু,আমরা তো ছুটে চলি ভাগারের কাছে।

গন্ধকে গায়ে মেখে,চলি আজন্মকাল।

আবার,মর্মাহতও হই,

যখন,বুলেট এসে বিদ্ধ করে আপন কায়া।

টনক নড়ে তখন,

আপন হিসেব বুঝে নিতে শোঁ করে দৌড় লাগাই,যেনো, প্রাচিন যুগ থেকে দৌড়েই আসছি। 

দৌড়াতে হবে আরো সহস্র কিংবা লক্ষ বছর।