অশান্ত
- Bristy La wayfarer
ক্ষুদ্র কিছু উল্কাপিণ্ডের আছড়
সময়ের রেখায় বৃহৎ জায়গা জুড়ে,
ঐ হিমালয়েও আঘাত হেনেছে
সেখানেও চিড় ধরেছে
মধ্যখানে এক বিশাল লাভার সমুদ্র,
বেরিয়ে এলো গলন্ত স্ফীত স্থির লাভা।।
ভেতরের টেকটোনিক প্লেট গুলো যেই নড়েচড়ে ওঠে
কখনো চিরাচরিত অভ্যাসে
কখনো বা উল্কাপিন্ডের আঘাতে,
লাভার স্রোতস্বিনী হবার আকাঙ্খা ।।
পর্বতের ভাঙন কিংবা সমুদ্রে সুনামিতে
হন্যে হয়ে খোঁজে স্রোতের অভিমুখ,
ঝড় চলছে, লাভা চলে সুরঙ্গ বয়ে
চিরচেনা অচীন নগরে।।
তার ছোঁয়ায় সুরঙ্গ মুখ ধারণ করে রক্তিম বর্ণ
নিজেকে সে মুক্ত করতে গিয়েও থেমে যায়
যে ঝড়ের ঝাঁপটা থেকে মুক্ত হতে বেছে নেওয়া এ পথ
তার থেকেও কঠিন এ বাইরের লোকালয়।
ওরা এ স্বাদ, বর্ণ, গন্ধহীন লাভার সাথে পরিচিত নয়
জানেনা এর জীবন যুদ্ধ,
ওরা ধিক্কারে আবার অট্ট হাসিতে ফেটে পড়ে।
জ্বলন্ত গলন্ত লাভায় সুরঙ্গ মুখ পুড়ে ছাই হবার উপক্রম
গাঁঢ় রক্তিম বর্ণে ঝাপসা বাইরের প্রকৃতি।
লোকালয়ের ভীড় কমতেই দমকা হাওয়া,
একাকিত্ব মুক্ত হলো সাথে লাভাও।
ভেতরের যে টেকটোনিক প্লেটের কম্পনে অস্থির সে গ্রহ
তার অভিসারে সকল পথ আটকে যেতে লাগলো
কেউ যেনো বাধ্য করছে আটকে যেতে,
বাইরের কোনো মহাকর্ষীয় বল,
নয়তো নিজস্ব অভিকর্ষীয়, সব আটকে দিলো।
এ কেমন লাভা! নিজে থমকে যেতে পারে,
থমকে দিতে পারে সমস্ত কিছু।
সুবিধাবাদী লাভা,
সুরঙ্গ মুখে তার বিলাসি ঘর বেঁধেছে
সব থমকে রেখে নিজে এদিক
ঝড় উঠলেই সম্পর্ক ছিন্ন করে ওদিক।।।

0 Comments