প্রেমাসিক্ত রক্তিম পরাগ'রেণু'
- তরুণ বড়ুয়া (প্রিয়)
ভালোবাসার অনুরাগের প্রতিটি মূহুর্ত ভেসে চলে তরীর অনবরত ছলাৎ ছলাৎ মৃদু ছন্দে,
প্রশান্ত স্নিগ্ধ মায়ার ছলে।
আমরা মোহনায় মিলিত হয়েছি হারিয়ে যেতে নীল সমুদ্রের অতল গহীনে!
প্রেম যদি খুঁজে পাও নীলাদ্রি কূলে
পিছু ডেকো একবার প্রিয়া।
শুধুই শব্দে ভাসতে চাই
তোমার সান্নিধ্য সুখের অন্তরালে।
আষাঢ়ের এই বৃষ্টি মুখর সুপ্রভাতে।

0 Comments