সুখে অসুখে

- মমতা মম 



আমার ঘরে পানি পড়ে না,তাই আমার জন্য বৃষ্টি রোমান্টিক। যার ঘরে পানি পড়ে,তার জন্য কি বৃষ্টি রোমান্টিক সুখেন?

সারাদিন বৃষ্টি হলে আমি ক্লাস কামাই দিতে পারি,অফিস বন্ধ করতে পারি। বৃষ্টিতে আমি খুব আরামচে লেপ মুড়িয়ে ঘুম দিতে পারি। আমার জন্য বৃষ্টি সুখের। একদিন বাইরে বেরিয়ে কাজ না করতে পারলে যার ঘরে চুলায় আগুন জ্বলে না,পেটের ক্ষিধায় ঘুম আসে না তার জন্য কি বৃষ্টি সুখের সুখেন?

সারাদিন রাত একটানা বৃষ্টি সবার জন্য যে রোমান্টিক আর সুখের হয় না সুখেন।


ঝড়ের মধ্যে অট্টালিকায় বসে জানালা দিয়ে ওই দূরের ছাউনির ঘর দেখতে খুবই মুগ্ধকর মনে হয়। কিন্তু যে ওই ছাউনির ঘরে  ঝড়ে চিৎকার করছে আর জোরে জোরে আল্লাহ কিংবা ভগবানের নাম ধরে প্রার্থনা করছে সেই বুঝে ঝড়ের কত ছন্দ পতন।