মানুষ
মোঃ নাজমুল হাসান
একজন মানুষের সেই রুপটাই দেখবেন
যে রুপটা সে আপনার সামনে তুলে ধরেছে
দুর থেকে চেনা যায় বিষাক্ত সাপ
কাছ থেকে চেনা যায় বিষাক্ত মানুষ,
পয়োজনে কাছে টেনে নেয় অসময়ে ছুড়ে ফেলে দেয়
নামটাই হচ্ছে মানুষ।
পৃথিবীর প্রতিটাই মানুষ বহুরুপি!
দেখতে কাঁটা হয়তো ছোট ভিতরে ক্ষতটা অনেক গভির
দাগটা রয়ে যায় সারাজীবন রেখে যায় কিছু কুৎসিত দাগ
সময় সব ক্ষতই সারিয়ে দেয়।

0 Comments