প্রিয়তমা শোনো

- তরুণ বড়ুয়া (প্রিয়)



প্রিয়তমা শোনো,

ও ঠোঁটে ছুঁয়ো না আমায়,

এর থেকে বিষ দাও

চুমু খেয়ে নেবো।

সিগারেট এর জলন্ত আগুনে

পুড়িয়ে দাও বুকের ভিতরে

ভালোবাসা ছিল যেখানে।

হ্যা,

তোমাকেই ভালোবাসি।

ভালোবেসে যাবো।

তারপর একদিন বিনিদ্র রজনী কাটিয়ে 

তোমার প্রেমে পুড়ে,

নক্ষত্র পোড়া ছাই হবো।