বিভ্রান্ত পথিক
- Bristy La wayfarer
ওদের কোলাহলে ঘর পূর্ণ,
সে নিজেকে শুনতে পাচ্ছে না।
এ ঘর থেকে পালাতে চায় সে
পথটাও খুঁজে পাচ্ছে না।
জানা সকল উপায়েরা মলিন মুখে বসে আছে,
এই, আমিও তো আছি ; তুমি নাহয় এ পথেই এলে।
সে একবার ফিরে তাকায় দীর্ঘশ্বাসে
শিক্ত নয়নে ;
আমি দাঁড়াতে পারছিনা, হাঁটবো কি করে!
আমি পথ, আমি শক্তি, আমি মুক্তি
তুমি একবার তো এসো।
একবার নিশ্চিন্তে হেটেই তো দেখো,
তুমি পারবে।
তুমি যে পথ, তুমি যে সত্য নও কোনো বিভ্রান্ত
আমি জানবো কি করে!
গুঁড়ো হওয়া ছাই দিয়ে অট্টালিকা তৈরি হয় কি?
পারবে তুমি তা?
ছাই আছে, পাথর ও আছে;
পাথর দিয়ে আকার দেবো, আর ছাই দিয়ে আকৃতি।
পূর্বের চেয়েও সুন্দর এক গঠন পাবে,
ওঠোনা একটিবার!
তোমার এ পথ ওদের কোলাহল থামাবে কি?
দেবে আমায় দুদণ্ড স্বস্তি?
আমি কি বলতে পারবো আবার? আমি বেঁচে আছি!
মলিন মুখের শুভ্র হাসিতে কি উত্তর দিলে তুমি!

0 Comments