মানুষ্যত্ব (২)
মোঃ নাজমুল হাসান
প্রকৃতির বিচারে উকিল সাক্ষি লাগেনা
যার যার কর্ম হাসায়, কাঁদায়, নাচায়
মানুষ তাই পায় যা সে করে
আমরা সবাই দোয়া চাই
দোয়ায় কিছু আসে যায়না
এসব শুধু শান্তনা।
হিংসা, অহংকার ছোট মনের মানুষরা
কারো উপকারে আসেনা,
মানুষের জন্য যার হৃদয় কাঁপে কাঁদে
উপকারে প্রফুল্ল হয়ে যায় মন
মানব সেবা যার মনে একান্ত অভিলাষ
বিবেকের কাছে যিনি সর্বদা দায় বদ্ধ!
মানুষ্যত্ব যার মধ্যে বিদ্যমান
সেইতো মানুষ ও মানবতাবাদি।

0 Comments