ভয়ানক ট্রেন্ড
- সাহারা প্রমি
বেশ অনেকদিন আগে এমন একটা নিউজ দেখেছিলাম সার্জারি করাতে গিয়ে মৃত্যু এক তরুনীর।ভারতের ঘটনাটি।তথাকথিত সুন্দর হতে গিয়ে বর্তমানে যে ভয়ংকর প্রবণতা বেড়েছে তা হলো চেহারার সার্জারি করানো।বলিউড থেকে টলিউড, টিভি সিরিয়ালের নায়িকা মডেল অনেকেই নিজেদের চেহারার সার্জারি করিয়েছেন।কিছুদিন আগে দেখলাম, পাকিস্তানের টিভি সিরিয়ালের একজন বেশ জনপ্রিয় অভিনেত্রীও একই পথে হেঁটেছেন।
অর্থাৎ, তথাকথিত এই সুন্দর হয়ে ওঠার জন্য নিজের চেহারার কাটাছেঁড়া করা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।
চোয়াল সরু করা, ঠোঁট কেটে মোটা বা চিকন করা, নাক সরু করা, ইত্যাদি ইত্যাদি........সার্জারির ফলাফল যা দেখলাম অধিকাংশই নিজেদের সর্বনাশ করেছে। অত্যন্ত বিদঘুটে বি*শ্রী দেখতে লাগে অনেককে।
মূলত, নিজের চেহারা, শরীর নিয়ে অসন্তোষ আর সমাজসৃষ্ট কিছু আজগুবি সো কল্ড সৌন্দর্যের গুনাবলীর(?) অধিকারী হতে তারা নিজেদের ফেলে দিচ্ছে ছুরি কাচির নিচে।অত্যন্ত বাজে এবং অসম্মানজনক একটা ট্রেন্ডকে বডি পজিটিভিটি নিয়ে লম্বা লম্বা লেকচার কপচানো মানুষজনদের সমর্থন করতেও দেখছি।
তথাকথিত সুন্দর হওয়ার জন্য এরকম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যা কিনা নিজেকেই অসম্মান করা হয় এমন
ট্রেন্ডকে আমি কখনোই সমর্থন করতে পারবো না।
বডি পজিটিভিটির নাম দিয়ে এধরণের নেগেটিভ চিন্তাভাবনা আর ট্রেন্ডকে সমর্থন করা বন্ধ করুন।

0 Comments