জীবনানুচ্ছেদ
- অভি বণিক
বেলা ফুরাবার সাথে তাল মিলিয়ে বাড়ে
স্বীকারোক্তির পঁয়তারা,
বাড়ে নতুন সূর্য্য দেখার
একান্ত আকাঙ্ক্ষা,
প্রিয় মুখ একটিবারের জন্য
চোখে চোখ মেলানোর হাহুতাশ,
ঋণের বোঝা হালকা করার
ধুপধাপ কষাঘাত,
নিশ্বাস ঘন হয়ে আসে,প্রকৃতি ব্যাঙ্গাত্মক হাসি হাসতে থাকে,নিমিষেই ঝাপসা হতে থাকে দৃষ্টি,
অশ্রুধারায় সিক্ত হতে থাকে গণ্ডদেশ,
একটিবার কি দেখা হবেনা?
একটিবার কি কথা হবেনা?
একটিবার কি হাতে হাত রাখা হবেনা?
একটিবার কি চঞ্চুজুগল মিলিত হবেনা একটু উষ্ণতার জন্য?
একটি বার কি বলা হবেনা,ভালোবাসি?
শুধু একটিবার?
হবেনা?

0 Comments