তুমি যদি হও

তরুণ বড়ুয়া (প্রিয়)



তুমি যদি নদী হও

ডুব দেব তোমার অন্তরে 

অন্ধকারে হব আমি পূর্নিমার চাঁদ।

সেদিনের মত আবার দেখা হলে

তুমি কি ভীষণ শরমে লুকাবে মুখ!

নাকি জলের বুকে নৃত্য করে

নীলকণ্ঠ পাখির মত উড়ে যাবে?

অমাবস্যার অন্ধকারে চোখে রেখে চোখ

হঠাৎ অষ্টাদশী চাঁদের ঝিলিক দেখে

ভেবেছি অবশেষে তোমাকে পেলে

জলে ভিজে না হয় প্লাবিত হব

সাথী হব তোমার।

অতঃপর সমস্ত দুঃখ বদলে নেব

তুমি যদি হও শ্রাবণের নদী।