ব্যর্থ

- এ এইচ রাসেল রাহুল



আর কি বা দিতে পারি, 

ফরমালিনে ভরা মাছের ঝুড়ি,

এন্থ্রাক্স রোগের গরুর মাংস,

ছাগলের নামে কুকুরের অংশ।

চিনিগুড়া নামে পারফিউমে ভরা আতব চাল,

ভিতরে পঁচা ফল বাহিরে টাকবগে তার ছাল।

মুখশের আড়ালে এক নষ্টা মানুষ,

চিকিৎসার নামে অকারনে অনেক টেষ্ট।

গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ,

বসতঘরের প্রয়োজনে বালু ভর্তি সব আজ।

স্নিগ্ধ রূপালী চাঁদের আলো নেই আকাশে,

হাসনাহেনার সুগন্ধ নেই ডাস্টবিনের দুর্গন্ধ বাতাসে।

আর কি বা দিতে পারি,

প্রতিবাদে প্রশাসনের লাঠির বাড়ি।।

আমি পারবো না দিতে তোমায়, 

গোয়ালের দুধ সরে ভরায়।

বৃষ্টির রিমঝিম শব্দের টিনের ছাদ,

পরম আদরে বোনা রঙীন তাঁত।

প্রজাপতির  পিছে ছুটে বেড়ানো খেলার বাগান,

মৃত্যুর প্রতিযোগীতায় প্রকৃতি আজ হয়েছে শ্মশান।

নির্বাক লালু! ক্ষমা করো আমায় হে অনাগত সন্তান,

রক্তে কেনা মাতৃভূমি নষ্টাদের দখলে, এখানে নেই ভালোর সম্মান।