ঠকতে ভালোবসি

মোঃ নাজমুল হাসান



যেতে মানা যাওয়া ভালোনা 

দুর হতে এরা সুন্দর 

মানুষের প্রেমের সৌন্দর্য নিজের চাইতে বিশাল!

বিশালতা নিয়ে যখন 

ভালোবাসার মানুষের কাছে গিয়ে কষ্ট পায়

সেটা সহ্য করতে পারেনা খুব কাছে যেতে নেই। 

জিততে হবে জেনে ভালোবাসায় নামিনি 

এ যুদ্ধ হৃদয়ের,

কেবল ভালোবাসি হারজিৎ ভাবিনি

কিছু মানুষ ঠকেছে জেনেও ভালোবাসে 

ঠকতে ভালোবাসি প্রিয়;

ঠকের মাঝেও অন্যরকম একটা অনুভূতি আছে 

সত্য মিথ্যা দিয়ে উথানের গল্পটা 

যে ভাবে সাজাও না কেন? 

পতনের গল্পটা কিন্তু জানা থাকেনা কারো কাছে 

মিথ্যার অজুহাতে তুই আমাকে ছেড়ে চলে গেলি 

ভুলতে পারিনাই তোরে তাই আজও তুই আমার প্রিয়।

মেনে নেওয়া আর মানিয়ে নিতে যে শিখে গেছি

মনকে বলতাম এই মন তুমি কোথায়?

মন উত্তর দেয় আছিতো আবার নাই এখন

গরবর মানে গন্ডগোল তাই টুকু ডানা।