সৎ, মহৎ ও উদার মনের মানুষ কখনো সম্পদশালী হতে পারে না
- এ এইচ রাসেল রাহুল
কথাটার যথাযথ ব্যাখ্যা দেওয়া হলোঃ
ইংরেজী শব্দঃ Rich, wealthy, opulent, prosperous, well-to-do,
বাংলায়ঃ চহকী, ধনী, সম্পদশীল, আঢ্যবন্ত, বিত্তৱান, ঐশ্বৰ্য্যশালী, আঢ্যৱন্ত, ধনৱান fm.ধনৱতী , আটন্তিয়াৰ, গাভী, ইলাহী, ঐশ্বৰ্যৱান, ধনৱন্ত, ধনাঢ্য, অৱস্থাপন্ন, অদীন, আঢ্য, টনকীয়াল, সমৃদ্ধ, সমৃদ্ধিশালী, যোত্ৰবান alt.যোত্ৰৱান , যোত্ৰবন্ত, টনকিয়াল, গাহিলা, স্বচ্ছল, ৰাহিয়াল, অৰ্থৱন্ত, অৰ্থবান, অৰ্থী, ধনিক, ধনিষ্ঠ, সাৰ্থ, সম্পদশালী, দৌলতদাৰ, দৌলতদাৰী, লক্ষ্মীমন্ত, লক্ষ্মীমান, বিত্তশালী।
পেশায় একজন ডাক্তার দৈনিক ১০০ জন রোগী দেখেন। যদি উনি মহৎ ও উদার হন সেক্ষেত্রে তিনি দিন শেষে বাসায় ফিরার পথে বাজারের টাকাটাও ধার করে নিয়ে যেতে হবে। অথবা আপনি একজন ব্যবসায়ী আপনার ব্যবসায় আপনি অর্থ উপার্জন করতে হলে আপনাকে হতে হবে চৌতুর, বিচক্ষনশীল, অসৎ, চাপাবাজ। কিন্তু মহৎ হতে গেলে আজ কেউ ২ টাকা নিয়ে চাল কিনতে আসবে কাল অনেকেই আসবে টাকা ছাড়া চাল নিতে। এ ক্ষেত্রে আমাদের দেশের মানুষের নৈতিকতাও দ্বায়ী।
আপনি যেই পেশায় থাকেন না কেন, মহৎ হতে গেলে আপনি কখনোই বিত্তশালী অথবা সম্পদশালী হতে পারবেন না।
আপনার লক্ষ্য যদি থাকে মানবসেবা, সেক্ষেত্রে আপনার ধনী হবার আখাঙ্কা অথবা কেরিয়ার গড়ার ইচ্ছা কোনটাই সম্ভব নয়। দুইটি ধারাই বিপরীতমূখী।
যে দেশে শতকরা ৯৯% লোকেরই স্বপ্ন বাড়ী, গাড়ী ও ক্ষমতার সেখানে মানবসেবা অনেক দুর্লভ । মানুষের সেবার সাথে অর্থ প্রত্যক্ষভাবে জড়িত। চাইলে ক্ষুদার্তর মুখে অন্ন তুলে দিতে পারবেন না। অথবা বস্তির কাউকে পারবেন না দিতে একটা মাথা গুজার ঠাই।
সৎ ও মহৎ হতে চাইলে অর্থলোভ ছেড়ে কষ্ট ও রুক্ষপথে হাটার প্রস্তুতি নিতে হবে। নিজের স্বার্থের অগ্রাধিকার দিলে কোন দিনই মহৎ ও সৎ হতে পারবেন না। জানিনা কতটুকু সৎ অভাব আমার শেষই হয় না কিন্তু অমৃত সুখ আমার জীবনে যাহা শতকোটি টাকায়ও অর্জন করা সম্ভব নয়। সাথে থাকবেন বসন্তের পর বসন্ত।

0 Comments