আমার ভাবনা
- এস এন রাজ
আপনি বেঁচে আছেন বলেই আপনার প্রশংসা ও নিন্দা দুটোই আপনাকে শুনতে হবে। এমনকি আপনার সবচেয়ে কাছের মানুষেরা আপনাকে ক্ষতবিক্ষত করবে। হ্যাঁ আর এটাই স্বাভাবিক। এ সমস্যার মধ্যে কেবল আপনি আমি একা নই। পৃথিবীর সবাই এই সমস্যার মধ্যে জর্জরিত। এবার একটা বিষয় ভালো করে লক্ষ্য করুন। যে ব্যাপারটা পৃথিবীর সবার মধ্যে কমন সেটা কি কোন সমস্যা!! এই পৃথিবী থেকে যারা গত হয়েছে, এবং যারা আসছে সবাইকে এসব নিয়েই থাকতে হবে। জন্মের সাথে সাথে যেমন মৃত্যুর সম্ভাবনা নিশ্চিত হয়ে যায়, তেমনি সাথে সাথে সমস্যাগুলো নিশ্চিত হয়ে যায়। আমরা মৃত্যুকে এড়িয়ে যেতে পারি না, তবে আমরা পারি কষ্টগুলোকে এড়িয়ে যেতে। আমরা প্রতিটা মানুষ কষ্ট পাই এই চিরন্তন বিষয়গুলোকে মেনে না নেওয়ার কারণে। যে মুহূর্ত থেকে আমরা মেনে নিতে শিখে যাব, সেই মুহূর্তেই আমাদের কষ্টগুলো সাথে সাথে রিমুভ হয়ে যাবে। ব্যাপারটা আশ্চর্যজনক মনে হবে না যারা জানেন সুখ-দুঃখের অস্তিত্ব কেবল আপনার মস্তিষ্কের ভেতরেই। নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, তাহলে মাথার ভেতর সমস্যার বিষয়গুলো আসবেনা। হয়তো এই কারণেই দার্শনিকেরা বলেছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ধরুন আপনাকে কেউ একবার বকা দিয়েছে, সাধারণ মানুষ মন্দ কথা শুনলে কষ্ট পাবে এটাই স্বাভাবিক। কিন্তু ঘটনা ওখানেই শেষ হয়ে যায়নি, সেই মন্দ লাগার চর্চা আপনি করে যাবেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এমনকি যুগ যুগ পরেও সেটা ভুলতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে কেউ আপনাকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করেছে একবার, আর আপনি নিজে নিজে ক্ষতবিক্ষত হচ্ছেন বছরের পর বছর!! এগুলো হচ্ছে নেগেটিভ থট যা আপনাকে কষ্ট দেয়। আমাদের মস্তিষ্কে নেগেটিভ থট গুলো বেশি চলে। কারো দশটা ভালো কাজে খুব কমসংখ্যক লোকেরাই মনে রাখবে, কিন্তু একটা খারাপ কাজ যদি ঘটে ! সেটা হোক সচেতনভাবে বা অবচেতনভাবে ,লোকেরা সেটাই মনে রাখবে জীবনভর। এসব লোকেরাই অকৃতজ্ঞ, আর অকৃতজ্ঞরা সব সময় নরক যাপন করে, এবং তারা মানুষকে নিজেদের স্থানে নিয়ে আসতে চায়। যার হৃদয়ে শান্তি বিরাজ করে সে চায় সবাই শান্তিতে থাকুক, আর যার হৃদয়ে যন্ত্রণা থাকে সেও চায় এই যন্ত্রণার ভাগ সবাইকে দিতে। নিজে ভালো থাকতে চাইলে কৃতজ্ঞতা প্রকাশ করা শিখুন, লোকেদের ক্ষমা করা শিখুন। প্রতিটা মানুষই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে, আপনি একজন সচেতন মানুষ হিসেবে নিশ্চয়ই কাউকে অন্তত যন্ত্রণা দিবেন না। কারণ আপনি জানেন যন্ত্রণা সবার জন্যই যন্ত্রনা। পারলে বিনা কারণেই কাউকে ভালো লাগা দিন সেটাই আপনার মহত্ব।
শুভ সকাল, ভালো কাটুক সারা বেলা।

0 Comments