কাল ক্রন্দন ফল

।।সুমন বিশ্বাস।। 



আপন সুখে শোক কেনা লোক, দেখছি বসবাসে, 

তাতে পোড়ে আমজনতা, দুখের গাঙে ভাসে।

খাল, বিল, বন ধ্বংস করি; রই পলিথিন চাষে, 

বাঁধ, সেতুতে নদীর মরণ; ঝড়, খরা, বান হাসে।


যা খুশি তাই করছে দানব, মিছে লাভের আশে,

পাহাড়, টিলা, সমুদ্রতট, ক্ষয় করে উল্লাসে।

বাস্তুসংস্থানের বাঁধন, কাটছি বারোমাসে,

প্রাণ বিলুপ্তি, বরফ গলে— তাতেই অনায়াসে।  


কাঁদলে মানুষ, মানুষ আসে, মানুষের শোক নাশে, 

প্রকৃতি যেই কেঁদে ওঠে, সেই ফাঁদে সব ফাঁসে।